১ ফুট সমান কত মিটার এবং ১ ইঞ্চি সমান কত মিটার?

ফুট থেকে মিটার, ইঞ্চি থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর করা আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু কাজ। উদাহারণ হিসেবে বলা যেতে পারে BMI নির্ণয়ের কথা। সাধারণত BMI নির্ণয়ের জন্য আমরা যে সূত্র ব্যবহার করি তাতে মিটার এবং কেজি একক ব্যবহার করা হয়। অর্থাৎ উচ্চতা নিতে হয় মিটারে। কিন্তু প্রাত্যহিক জীবনে আমরা আমাদের উচ্চতা পরিমাপ করে থাকি ফুট এবং ইঞ্চিতে। যেমন ৫ ফুট ৭ ইঞ্চি। 

১ ফুট সমান কত মিটার এবং ১ ইঞ্চি সমান কত মিটার?


এখন বিএমআই নির্ণয় করার জন্য একে মিটারে রূপান্তর করা প্রয়োজন। এবং সেজন্যই আমরা নিয়ে এসেছি এই ফ্রি অনলাইন টুল “ফুট-ইঞ্চি থেকে মিটার ক্যালকুলেটর।“ নিচের টুলটি ব্যবহার করে সহজেই আপনি রূপান্তর করতে পারবেন আপনার উচ্চতাকে। 

ইনপুট ইংরেজিতে দিন।

ফুট এবং ইঞ্চি থেকে মিটারে রূপান্তর











মিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর








ফুট মিটার
০.৩০৪৮
০.৬০৯৬
১.৫২৪০
১০৩.০৪৮০
১৫৪.৫৭২১
২০৬.০৯৬১
২৫৭.৬২০১
১০০৩০.৪৮০৪
২০০৬০.৯৬০৭
৫০০১৫২.৪০১৯

ইঞ্চি থেকে মিটারের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নাদি

১. এক ফুট সমান কত মিটার?

উত্তর: ১ ফুট = ০.৩০৪৮ মিটার। 

২. এক ইঞ্চি সমান কত মিটার?

উত্তর: ১ ইঞ্চি = ০.০২৫৩৯৯ মিটার।

৩. এক মিটার সমান কত ইঞ্চি?

উত্তর: ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি। 

৪. এক মিটার সমান কত ফুট?

উত্তর: ১ মিটার = ৩.২৮০৮৪ ফুট 
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺