কেজি আর সেরকে আমরা প্রায়শই একই হিসেবে বলে থাকি। কিন্তু প্রকৃতার্থে কেজি এবং সেরের হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। দুটি একই নয়। আমরা অনেকেই বলে থাকি ৪০ কেজি আর ৪০ সের একই, আর দুটোই এক মণ পরিমাণ। এই বিষয়টি ভুল। কেজি আর সের সমান না। আজকে আমরা কেজি এবং সেরের হিসাব কতটুকু কেমন তা জানার পাশাপাশি সহজেই কিভাবে রূপান্তর করা যায়, তা জানার চেষ্টা করব।
১ কেজি = ১.০৭১৬৯ সের
১ সের = ০.৯৩৩১ কেজি
নিচের কনভার্টার দিয়ে আমরা সহজেই কেজি থেকে সের এবং সের থেকে কেজিতে রূপান্তর করতে পারব। তাহলে চলুন কেজি-সের রূপান্তর টুল ব্যবহার করা যাক। এক্ষেত্রে মনে রাখবেন, ইনপুট দেয়ার সময় অবশ্যই ইংরেজিতে দিবেন। বাংলায় ইনপুট দিলে আউটপুট আসবে না।
কেজি থেকে সের সারণী
কেজি | সের |
১ | ১.০৭১৬৯৬ |
২ | ২.১৪৩৩৯২৯৯ |
৫ | ৫.৩৫৮৪৮ |
১০ | ১০.৭১৬৯৬৫ |
২০ | ২১.৪৩৩৯৩ |
৫০ | ৫৩.৫৮৪৮ |
১০০ | ১০৭.৭৬৯৬৫ |
২০০ | ২১৪.৩৩৬৯ |
৫০০ | ৫৩৫.৮৪৮ |
১০০০ | ১০৭৭.৬৯৬৫ |
সের থেকে কেজি সারণী
সের | কেজি |
১ | ০.৯৯৩১ |
২ | ১.৮৬৬২ |
৫ | ৪.৬৬৫৫ |
১০ | ৯.৯৩১ |
২০ | ১৮.৬৬২ |
৫০ | ৪৬.৬৫৫ |
১০০ | ৯৯.৩১ |
২০০ | ১৮৬.৬২ |
৫০০ | ৪৬৬.৫৫ |
১০০০ | ৯৯৩.১ |
Tags:
Tools