HSC Biology (Botany): ২য় অধ্যায়, কোষ বিভাজন PDF Download

এইচএসসি সিলেবাসের জীববিজ্ঞান প্রথম পত্র বা উদ্ভিদবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় “কোষ বিভাজন” এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এবং কিছু সাজেশন দেয়া হলো এখানে।



গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন (‘ক’ নং প্রশ্ন)

১. মাইটোসিস কি? 

উত্তর: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয়ে সমান আকৃতির এবং সমগুণসম্পন্ন দুটি নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে থাকে মাইটোসিস বলে।

২. ইন্টারকাইনেসিস কি?

উত্তর: মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভিক্তির মধ্যবর্তী স্ময়ই হলো ইন্টারকাইনেসিস।

৩. মেটাকাইনেসিস কি?

উত্তর: মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়ার নামই মেটাকাইনেসিস।

৪. সেন্ট্রোমিয়ার কি?

উত্তর: রঞ্জিত করলে ক্রোমোসোমের যে অংশ রংহীন থাকে তাকেই সেন্ট্রোমিয়ার বলে।

৫. টেট্রাড কি?

উত্তর: প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোসোমের চারটি ক্রোমাটিডকে টেট্রাড বলে।

৬. কোষচক্র কি?

উত্তর: কোষ বিভাজনের সময় প্রস্তুতিমূলক পর্যায় ও বিভাজনের পর্যায়কে একসাথে কোষচক্র বলা হয়।

৭. সিস্টার ক্রোমাটিড কি?

উত্তর: একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডই সিস্টার ক্রোমাটিড।

৮. কায়াজমা অংশে ক্রোমাটিডগুলোকে জোড়া দেয় কে?

উত্তর: লাইগেজ কায়াজমা অংশে ক্রোমাটিডগুলো জোড়া দেয়।

৯. ক্রসিং ওভার কোথায় হয়?

উত্তর: মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মিয়োসিস-১ এর প্রোফেজ-১ ধাপের প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়।

১০. মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে কোন প্রক্রিয়ায় কোষ বিভাজন করে থাকে?

উত্তর: অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। 


গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন (‘খ’ নং প্রশ্ন)

১. মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখ।

উত্তর: মাইটোসিস কোষ বিভাজন অনেকভাবে গুরুত্ববহন করে। তারমধ্য থেকে ১০ টি দিক নিচে তুলে ধরা হলো:

  • ক্রোমোজোমের সমতা রক্ষা
  • ক্রমাগত ক্ষয়পূরণ
  • বংশ বৃদ্ধি
  • জননকোষের সংখ্যা বৃদ্ধি
  • নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা
  • গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা
  • নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা
  • পুনরুৎপাদন
  • ক্ষতস্থান পূরণ
  • দেহ গঠন

২. সমীকরণিক বিভাজন বলতে কি বুঝ?

উত্তর: যে কোষবিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং এদের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে তাকে সমীকরণিক বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনে এমনটা ঘটার কারণে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়ে থাকে।

৩. জীবের জন্য কোষ বিভাজন প্রয়োজন কেন? 

উত্তর: জীবের বংশবৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, সংখ্যাবৃদ্ধি, যৌন জনন ইত্যাদি কারণে জীবনের জন্য কোষ বিভাজন প্রয়োজন। জননকোষের সংখ্যা বৃদ্ধি, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা এসবও কোষ বিভাজনের মাধ্যমেই হয়ে থাকে। 

৪. ক্রসিংওভার বলতে কি বুঝ?

উত্তর: এক জোড়া সমসংস্থ ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিংওভার বলে। মিয়োসিস/মায়োসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো ক্রসিংওভার। ক্রসিংওভারের ফলে জীবের জিনগত পরিবর্তন সাধিত হয়, এবং এর ফলে জীবের আচরণগত পরিবর্তন সাধিত হয়। 

৫. কায়াজমা বলতে কি বুঝ? বা কায়াজমা কি?

উত্তর: দুটি নন-সিস্টার ক্রোমাটিডের X আকৃতির সংযোগস্থলকে কায়াজমা বলে। মিয়োসিস-১ এর প্যাকাইটিন উপপর্যায়ের শেষের দিকে বাইভ্যালেন্টের যেকোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটির জোড়া লাগে। ফলে ওই স্থানে যেই X আকৃতির সৃষ্টি হয় তাকে কায়াজমা বলা হয়ে থাকে।  

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রশ্নের টপিক নিচে দেয়া হলো।


১. মাইটোসিস কোষ বিভাজনের প্রত্যেক ধাপের চিহ্নিত চিত্র অংকন।
২. মায়োসিস কোষ বিভাজনের প্রত্যেক ধাপ এবং উপধাপের চিহ্নিত চিত্র আঁক।
৩. মাইটোসিস ও মিয়োসিসের প্রত্যেক ধাপ সম্পর্কে বর্ণনা।
৪. মেটাফেজ ও অ্যানাফেজের মধ্যে পার্থক্য কি?
৫. কোষচক্রের সংশ্লেষণ প্রক্রিয়াটি কোষ বিভাজনে আবশ্যক- ব্যাখ্যা কর।
৬. ক্রসিংওভার চিত্রসহ ব্যাখা।
৭. জিনগত বৈচিত্র্য সৃষ্টিতে ক্রসিংওভারের গুরুত্ব ব্যাখ্যা কর।
৮. অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আলোচনা কর।
৯. Pteris এর জনুক্রমে মাইটোসিস ও মায়োসিস উভয় কোষ বিভাজনই গুরুত্বপূর্ণ- ব্যাখ্যা কর।
১০. মাইটোসিস ও মায়োসিসের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জীবদেহ গঠিত হয়- বিশ্লেষণ কর। 

  • এই ফাইলটির PDF Download করতে এখানে ক্লিক করুন।
  • 'কোষ ও এর গঠন' অধ্যায়ের PDF Download করতে লিংকড আর্টিকেলে ক্লিক করুন।

তথ্যসূত্র:

  • বিগত বছরের জীববিজ্ঞান প্রথম পত্রের বোর্ড প্রশ্ন 
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺