বহুব্রীহির সেরা ১৫টি ফ্রি এবং প্রিমিয়াম কোর্স

বহুব্রীহির যেকোনো কোর্সে ৩০% নিশ্চিত ছাড় পেতে Promo Code হিসেবে ব্যবহার করুন Pathgriho

দেশের বাইরে Coursera, Udemy, EdX-এর মতো বড় বড় অনলাইন কোর্সের প্লাটফর্ম থাকলেও অভাব ছিলো আমাদের দেশের ভেতর। এর মধ্যে মুক্তপাঠসহ আরও কিছু প্লাটফর্ম আসলেও ‘বহুব্রীহি’-ই  প্রথম প্লাটফর্ম যারা শুরু থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। বহুব্রীহির কোর্স, কোর্স ম্যাটেরিয়াল, ইন্সট্রাকটর সব জায়গাতেই থাকে একটা স্বস্তির জায়গা। দেশের প্রথম সাড়ির বিশ্ববিদ্যালয় (বুয়েট/চুয়েট) এর শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্নক্ষেত্রে সফল ব্যক্তিবর্গরাও আছে বহুব্রীহির সাথে। 

বহুব্রীহির সেরা ১৫টি ফ্রি এবং প্রিমিয়াম কোর্স


আজ আপনার জন্য বহুব্রীহির সেরা ৫ টি ফ্রি কোর্স এবং সেরা ১০ টি পেইড / প্রিমিয়াম কোর্স (মোট ১৫টি কোর্স) তুলে ধরবে ‘পাঠগৃহ নেটওয়ার্ক’।   


বহুব্রীহির সেরা ৫ ফ্রি অনলাইন কোর্স

  1. Complete HTML5, CSS3 & Bootstrap 4 
  2. Adobe Illustrator - Mastering the Fundamentals
  3. Facebook Marketing Tools
  4. Creating E-Commerce Website with Woocommerce
  5. Statistics/Data Analysis with SPSS

বহুব্রীহির সেরা ১০ প্রিমিয়াম কোর্স

  1. Data Structures And Algorithms
  2. Django: Backend Web Development with Projects
  3. Career Track: Full Stack (MERN) Web Development with JavaScript
  4. Career Track: Full Stack Digital Marketing
  5. Android App Development with Java
  6. Advanced JAVA Programming for Software Development
  7. PHP for Web Development
  8. AutoCAD 2019: The Complete 2D Course
  9. GRE Verbal Preparation
  10. IELTS Complete Preparation: Academic & General
এছাড়াও ফ্রি কোর্সগুলোর মধ্যে MS Excel Basics for Biginners-ও অন্যতম। এই কোর্সটি করতে চাইলে এখানে ক্লিক করুন


১. Complete HTML5, CSS3 & Bootstrap 4 

ওয়েব ডেভেলপার হতে চান, কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না? ইউটিউবে অনেক ভালো কন্টেন্ট আছে এ বিষয়ে, আছে প্লেলিস্টও। আনিসুল ইসলামের ইউটিউব চ্যানেল তাঁর মধ্যে অন্যতম। কিন্তু আপনি যদি কিছু কুইজ, এসাইংমেন্ট না হলে নিজেকে রুটিন মাফিক চালিয়ে কাজ করতে না পারেন তবে আপনার প্রয়োজন অনলাইন কোর্স।


ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে দেশ-বিদেশে অনলাইন কোর্সও আছে অনেক। কোর্সেরা, উডেমি ঘুরে আপনার মতো কোর্স খুঁজে করে নিতেই পারেন চাইলে। তবে যদি বিগিনার হিসেবে আপনি চান নিজ ভাষায় শুরু করতে তাহলে আপনার জন্য পারফেক্ট হতে পারে বহুব্রীহির ফ্রি কোর্স Complete HTML5, CSS3 & Bootstrap 4 । এই কোর্সে আপনি HTML, CSS, Bootstrap শিখতে পারবেন যা দিয়ে আপনি তৈরি করতে পারবেন স্ট্যাটিক ওয়েবসাইট। 

  • প্রয়োজনীয় সময়: কোর্সটি শেষ করতে ২ সপ্তাহের মতো সময় প্রয়োজন।
  • ভাষা: বাংলা
  • ইন্সট্রাকটর: মো. রাকিবুল ইসলাম (সিএসই, চুয়েট) 
  • এনরোল করা শিক্ষার্থী সংখ্যা: ২০ হাজারের উপরে


২. Adobe Illustrator - Mastering the Fundamentals

বর্তমান সময়ে ফ্রি ল্যান্সিংয়ের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ স্কিল গুলোর একটি হলো গ্রাফিক্স ডিজাইনিং। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি টুল। ফটোশপ ও ইলাস্ট্রেটরের মধ্যে কিছু পার্থক্য আছে, যা জানতে পারবেন এই ফ্রি কোর্সটি করে। 


ফ্রিল্যান্সিং ছাড়াও বর্তমান সময়ে নিজের কাজের জন্যও অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখা গুরুত্বপূর্ণ হয়ে পরেছে অনেকটা। ভেক্টর গ্রাফিক্স, কার্টুন আর্ট, লাইন আর্ট, প্যাটার্ন, লোগো তৈরি, পোস্টার তৈরি, ব্যানার, ভিজিটিং কার্ড, কন্টেন্ট থাম্বনেইল তৈরিতে ইলাস্ট্রেটর হতে পারে আপনার জন্য সেরা সমাধান। আর ইলাস্ট্রেটর শেখার জন্য বহুব্রীহির এই কোর্সটিও করে ফেলতে পারেন সম্পূর্ণ ফ্রিতে।

  • প্রয়োজনীয় সময়: কোর্সটি শেষ করতে মাত্র ৬ ঘন্টার মতো সময় প্রয়োজন।
  • ভাষা: বাংলা
  • ইন্সট্রাকটর: ইয়ানুর ইসলাম পিয়াস (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট) 
  • এনরোল করা শিক্ষার্থী সংখ্যা: ২৪ হাজারের উপরে



৩. Facebook Marketing Tools (Organic)

ফেসবুক মার্কেটিং, কথাটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। বিশেষ করে ফেসবুক মার্কেটিং নামটি শুনলেই আমাদের মাথায় চলে আসে টাকা খরচ করে পোস্ট বা পেজ বুস্ট করা। কিন্তু টাকা খরচ না করেও ফেসবুক মার্কেটিং করা যায়। এই কোর্সটি ফ্রি তে করে নিতে পারেন অরগানিকভাবে ফেসবুক মার্কেটিং করা সম্পর্কে জানতে। এর মাধ্যমে আপনি ফেসবুককে নতুনভাবে ব্যবহার করাও শিখতে পারেন। 

  • প্রয়োজনীয় সময়: কোর্সটি শেষ করতে মাত্র ৭ দিনের মতো সময় প্রয়োজন।
  • ভাষা: বাংলা
  • ইন্সট্রাকটর: প্রিয়ম মজুমদার (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট/ম্যানেজিং ডিরেক্টর, প্যাভিলিয়ন ৩৬০ লি.) 
  • এনরোল করা শিক্ষার্থী সংখ্যা: ১০ হাজারের বেশি


৪. Creating E-Commerce Website with Woocommerce

এই কোর্সটি ওয়েব ডেভেলপমেন্টের অংশ। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে WooCommerce এর সাহায্যে পেমেন্ট, শিপিং সুবিধা সহ ই-কমার্স সাইট তৈরি করতে পারবেন এই কোর্সটি শেষ করলে। এই কোর্সটিও সম্পূর্ণ ফ্রি।

  • প্রয়োজনীয় সময়: কোর্সটি শেষ করতে মাত্র ৩ ঘন্টার কিছু বেশি সময় প্রয়োজন।
  • ভাষা: বাংলা
  • ইন্সট্রাকটর: ইয়ানুর ইসলাম পিয়াস (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট)
  • এনরোল করা শিক্ষার্থী সংখ্যা: ৬ হাজারের বেশি


৫. Statistics/Data Analysis with SPSS

ডেটা এনালাইসিসে SPSS এর ব্যবহার, গবেষণায় ব্যবহার শেখার পাশাপাশি অনার্স, মাস্টার্স, পিএইচডির অনেক শিক্ষার্থীকে SPSS শিখতে হয়, তাদের জন্যও উপযোগী বহুব্রীহির এই ফ্রি কোর্সটি। Hypothesis, Test of Significance, Correlation Analysis, Chi-Square Test, ANOVA ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারনা আনানোর চেষ্টা করা হয়েছে এই কোর্সে। 

  • প্রয়োজনীয় সময়: কোর্সটি শেষ করতে মাত্র ৩ ঘন্টার কিছু বেশি সময় প্রয়োজন।
  • ভাষা: বাংলা
  • ইন্সট্রাকটর: Sadhan Verma (প্রতিষ্ঠাতা, NBICT Lab)
  • এনরোল করা শিক্ষার্থী সংখ্যা: ১৩ হাজারের বেশি


৬. Data Structures And Algorithms

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিয়ারিং-এর ভুবনে প্রবেশ করতে এবং রাজত্ব করতে যে ধরনের প্রোগ্রামিং দক্ষতা প্রয়োজন, তা অর্জন করাতে পারাই এই কোর্সের মূল উদ্দেশ্য। এই কোর্সটিতে থাকছে ৫৫ টি এসাইংমেন্ট। এই কোর্সটি থেকে ভালো আউটপুট পেতে Python, C++ বা Java এর input, loops, output সম্পর্কে জ্ঞান থাকলে ভালো হবে।

এই কোর্স শেষ ট্র্যাডিশনাল ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট, রানিং টাইম এন্ড এলগোরিদম কারেক্টনেস এনালাইসিস, এলগোরিদমের পেছনের ইনটুইশন ইত্যাদি বুঝা যাবে। 

  • প্রয়োজনীয় সময়: কোর্সটিতে প্রায় ২৪ ঘন্টার ভিডিও রয়েছে। 
  • ভাষা: বাংলা
  • ইন্সট্রাকটর: সাক্ষর চক্রবর্তী (লেকচারার, সিএসই, বুয়েট)
  • কোর্স ফি: ২০০০৳ (মূলত ৩৫০০৳ হলেও এখন পাবেন ৪৩% ছাড়)

৭. Django: Backend Web Development with Projects

ওয়েব ফ্রেমওয়ার্ক নামটি তো আমরা শুনেছি। এটি এমন এক ধরনের টুল যা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন কাজকে সহজতর করে দেয়। Django তেমনই একটি টুল। এটি ফ্রি এবং ওপেন সোর্স, একই সাথে পাইথন ভিত্তিক। ফলে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। 

এটি ওয়েব ডেভেলপারকে একটি পরিপূর্ণ স্ট্রাকচার দেয়, যেটি ফলো করে সে তাদের বিল্ট-ইন বিভিন্ন কোডকে ব্যবহার করে সহজেই ওয়েবসাইট তৈরির কাজ সম্পন্ন করতে পারবে। বহুব্রীহির এই কোর্সটি সাজানো হয়েছে একদম বিগিনার থেকে শুরু করে এডভান্সড লেভেল পর্যন্ত থাকা বিভিন্ন টপিক নিয়ে। 

  • প্রয়োজনীয় সময়: কোর্সটিতে প্রায় ২৫ ঘন্টার ভিডিও রয়েছে। 
  • ভাষা: বাংলা
  • ইন্সট্রাকটর: সীমান্ত পাল (সিএসই, চুয়েট)
  • কোর্স ফি: ৩০০০৳

৮. Career Track: Full Stack (MERN) Web Development with JavaScript

ওয়েব ডেভেলপমেন্টের আদ্যোপান্ত এক সাথে শিখে ফেলতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্যই। ৬ মাসের এই কোর্সে আপনার জন্য আছে ৮০ ঘন্টার বেশি প্রি রেকর্ডের ভিডিও। এই লম্বা কোর্সে আপনি HTML5, CSS3, Bootstrap 4 থেকে শুরু করে Modern JavaScript Programming, React with Redux, React Native, Backend Development with NodeJS, Express & MongoDB শিখে নিতে পারবেন ৬ মাসে। রিসোর্সে আপনার এক্সেস থাকবে ২ বছর পর্যন্ত। 

এই কোর্সটিতে পাবেন লাইভ মেন্টর সাপোর্ট, ১০ টি করে দেয়া প্রজেক্ট, ম্যানুয়াল প্রজেক্ট রিভিউ এবং ব্যক্তিগত ফিডব্যাক, ৮ টি লাইভ সেশন, প্রফেশনাল ব্র্যান্ড তৈরি, জব প্রস্তুতি, ইন্টারভিউ প্রস্তুতি, ইন্টারনশিপের সম্ভাবনা এবং ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজনীয় গাইডলাইনও। 

সব মিলিয়ে আমি বলতে পারি – কেউ যদি ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চায়, তাহলে তার যাত্রা এই ক্যারিয়ার ট্র‌্যাক দিয়ে শুরু করা ইজ দ্যা বেস্ট ডিসিশন। এবং ক্যারিয়্যার ট্র‌্যাক যেসব সুবিধা দেয়ার প্রমিস করেছে, সেগুলো স্টুডেন্টদের প্রোভাইড করতে বহুব্রীহির টীম যথেষ্ট ডেডিকেটেড। - কোর্সটি সম্পন্ন করা শিক্ষার্থী এস. আর. শুভ।

  • প্রয়োজনীয় সময়: ৬ মাস। 
  • ভাষা: বাংলা
  • মোট ভিডিও: ৮০ ঘন্টার
  • লাইভ সেশন: ৮ টি। 
  • কোর্স ফি: ৮০০০৳ (ছাড় ছাড়া ফি ১০ হাজার টাকা)

৯. Career Track: Full Stack Digital Marketing

ডিজিটাল মার্কেটার হতে চান? ৬ মাসের এই কোর্সটিতে পাবেন ১০০ ঘন্টারও বেশি সময়ের ভিডিও কনেন্ট। এই কোর্সে আপনাকে জানানো হবে ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত, ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, ফেসবুক এডস, গুগল এডস, এসইও সহ আরও কত কিছু! এই কোর্সেও আছে ৮টি লাইভ সেশন। আছে কেস স্টাডিও। 

  • প্রয়োজনীয় সময়: ৬ মাস। 
  • ভাষা: বাংলা
  • মোট ভিডিও: ১০০+ ঘন্টার
  • লাইভ সেশন: ৮ টি। 
  • কোর্স ফি: ১০০০০৳ (ছাড় ছাড়া ফি ১৬ হাজার টাকা)

১০. Android App Development with Java

এন্ড্রয়েড অ্যাপ বানাতে চান? এর জন্য আপনার প্রয়োজন প্রথমে জাভার বেসিক শেখা, তারপর এন্ড্রয়েড এপ ডেভেলপমেন্টের নেটওয়ার্কিং, ফায়ারবেস, রুম ডেটাবেস সহ আরও অনেক কিছু শিখতে হবে যার সম্পূর্ণ গাইডলাইনই পাবেন এই কোর্সে।
এই কোর্সে আপনাকে একেবারে Scratch থেকে গুগলে পাবলিশ করার মতো অ্যাপ বানানো শেখানো হবে। 
  • প্রয়োজনীয় সময়: আনুমানিক ৫ সপ্তাহ
  • ভাষা: বাংলা
  • ইন্সট্রাকটর: মোঃ রাকিবুল ইসলাম (সিএসই, চুয়েট)
  • কোর্স ফি: ২০০০৳ (ছাড় ছাড়া ৩০০০ টাকা)


‘পাঠগৃহ’-এর মূল্যায়নে সেরা ১৫ টি কোর্সের বাকি ৫ টি সংক্ষেপে নিচে দেয়া হলো। কোর্স ঘুরে দেখতে নামের উপর ক্লিক করুন। 
১২. PHP for Web Development (১৫০০৳)
১৩. AutoCAD 2019: The Complete 2D Course (১০০০৳)
১৪. GRE Verbal Preparation (২১০০৳) 
১৫. IELTS Complete Preparation: Academic & General (৩০০০৳) 
Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺