বাংলা ভাষায় এমন অনেক অপ্রচলিত শব্দ আছে যা সাধারণত আমরা খুব একটা ব্যবহার করি না। তাই হঠাৎ করে এসব শব্দ আমরা কোনো লেখায় পেলে সেই শব্দের অর্থ না বুঝায় লেখাটির মানে/মেসেজ পুরোপুরি বুঝতে পারি না। তাই 'পাঠগৃহ নেটওয়ার্ক' নিয়ে নিয়ে এসেছে এমন কতকগুলো শব্দ যে শব্দগুলোর অর্থ আমরা মাঝে মাঝেই খুঁজে থাকি। এখানে বাংলার পাশাপাশি প্রাচীন বাংলা সাহিত্যে ব্যবহৃত অন্য ভাষার কিছু শব্দ ও তার অর্থ উল্লেখ করা হয়েছে।
তাহলে, দেখে নেয়া যাক শব্দগুলো।
- দিগ্বিদিক - দিক ও দুই দিকের মধ্যবর্তী কোণ, সবদিক, ন্যায়-অন্যায়
- দিগ্বিজয়ী - দিগ্বিজয়কারী
- অদ্রিশিখর - পাহাড়ের চূড়া
- অনির্বাণ - অদম্য
- নৈকষ্য - খাঁটি
- সঞ্জীবনী সুধা - জীবনের স্পর্শমণি
- অনিরুদ্ধ - অবাধ
- ঋদ্ধ - পূর্ণ
- আগড়ম-বাগড়ম
- ক্রোশ - দুই মাইলের কিছু বেশি পরিমাণ দূরত্ব
- নিরাকৃত - দূরীকরণ
- বিজ্বর - জ্বরমুক্ত
- অতিসার - উদরাময়
- অনুবর্তন - অনুসরণ
- দেহাত্যয় - মৃত্যু
- পামর - পাপিষ্ঠ
- শিরোমণি - সমাজপতি
- মার্জার - বিড়াল
- ভার্যা - স্ত্রী
- অঙ্গরাগাদি - প্রসাধন সামগ্রী
- পুরবাসী - নগরবাসী
- অমূল্যনিধি - মূল্য দিয়ে কেনা যায় না যে সম্পদ
- অভ্র - Mica (খনিজ ধাতু)
- জড়িমা - আড়ষ্টতা
- হিল্লোল - ঢেউ
- হরিষে - আনন্দে
- মঞ্জরী - মুকুল
- প্রদোষ - সন্ধ্যা
- পাঁচালী - গীতাভিনয়
- পত্রপুট - পাতা দিয়ে তৈরি ঠোঙা
- কানাচ - ঘরের পেছনের দিকের লাগোয়া স্থান
- তিলার্ধ - তিল পরিমাণ সময়েরও অর্ধ
- ধুচুনি - চাল এবং এই জাতীয় বস্তু ধোয়ার জন্য বহু ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি/চালুনির মতো বা চালুনিই
- মহী - পৃথিবী
- তহবন - লুঙ্গি
- দাওয়া - বারান্দ
- নিবৃত - বিরত
- প্রিয়াস্পদ - প্রিয় ব্যক্তি
- তমিস্রা - অন্ধকার
- অলিন্দ - বারান্দা, চাতাল
- চোস্ত - নিপুণ
- মেকি - মিথ্যা
- সম্মার্জনা - ঘষে মেজে পরিষ্কার করা
- গূঢ় - প্রছন্ন গভীর
- মনীষা - মনন
- গৌরচন্দ্রিকা - ভূমিকা
- পাঁশুটে - ফ্যাকাশে, ছাইবর্ণ ধারণ করা কিছু
- কোন্দা - তালগাছ দিয়ে তৈরিকৃত নৌকা
- বাড়ুই - ঘরের চাল ছাওয়া মিস্ত্রি
- টুয়া - ঘরের চালের উপরের অংশ/শীর্ষ
- জান্তা - জোর করে ক্ষমতা দখলকারী সামরিক বাহিনী
- রোয়াব - সম্ভ্রম
- ফতে - জয়
- নাদারাৎ - বিহীন
- আদাওতি - শত্রুতা
- রণ - যুদ্ধ
- পৃষ্ঠপ্রদর্শন - পালানো
- খন্দ - ফসল
- জাড় - শীত
- হাপন - বালক
- অবিদিত - অজানা, অজ্ঞাত, জানা নেই এমন
- পাশুরা - অবাক হওয়া
- সাওর - সাগর
- হেজা - শজারু
- পাখালি - ধুয়ে
- বণিতা -স্ত্রী
- আচমন - খাওয়া দাওয়া শেষ হাত মুখ ধৌতকরণ
- খাপরা - খর্পন
- সুমাধব - উত্তম বসন্তকাল
- পূরিত - পূর্ণ
- পদাতি - সংবাদ বাহক, পদচারী সৈনিক
- নাজাত - মুক্তি
- আদনান - চিরস্থায়ী বন্দোবস্ত
- সাথী - সঙ্গী
- অয়ন - পথ, সূর্যের গতিপথ
- আয়ান - সময়, যুগ, কাল, বয়স
- গুলাল - আবির, ফাগ
- প্যারাডক্স - প্রচলিত মতের বিরুদ্ধে মত (অনেক অর্থের একটি)
- প্যারাডক্সিক্যাল - আপাতবিরোধী (অনেক অর্থের একটি)
- নুর - আলো
উল্লিখিত শব্দ গুলোর এই অর্থ গুলোর বাইরেও বহু অর্থ থাকতে পারে। আমরা সবথেকে বেশি ব্যবহৃত হয় যে অর্থ বুঝাতে, সেগুলো আলাদা করার চেষ্টা করেছি। কোনো ভুল থেকে থাকলে আমাদেরকে জানান কমেন্ট বক্সে কিংবা আমাদের ফেসবুক পেজে।
Tags:
GENERAL_KNOWLEDGE