গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন (‘ক’ নং প্রশ্ন)
১. জেনেটিক কোড কাকে বলে?
উত্তর: অ্যামিনো অ্যাসিডের সংকেত গঠনকারী নাইট্রোজেন বেসের গ্রুপকেই জেনেটিক কোড বলে।
২. সেন্ট্রোস্ফিয়ার কি?
উত্তর: সেন্ট্রোসোমের গাঢ় মাতৃকাকেই সেন্ট্রোস্ফিয়ার বলে।
৩. আদি কোষ কি?
উত্তর: সুগঠিত নয় এমন নিউক্লিয়াসযুক্ত কোষই আদি কোষ।
৪. স্যাটেলাইট কাকে বলে?
উত্তর: ক্রোমোসোমের গৌণকুঞ্চন থেকে প্রান্ত পর্যন্ত অংশের নাম স্যাটেলাইট।
৫. কোডন কি?
উত্তর: ট্রান্সক্রিপশনের সময় DNA-এর তিনটি নিওক্লিওটাইডের বিপরীতে যে তিনটি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড mRNA অনুতে সজ্জিত হয় তাদেরকে একত্রে কোডন বলে।
৬. ট্রান্সলেশন কি?
উত্তর: ডিএনএ থেকে প্রাপ্ত সংকেত অনুসরণ করে mRNA দ্বারা প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে।
৭. সাইক্লোসিস কি?
উত্তর: কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে সাইক্লোসিস বলে।
৮. জিন স্প্লাইসিং কি?
উত্তর: ট্রান্সক্রিপশনের সময় ইনট্রোনকে এনজাইমের সাহায্যে কেটে অপসারণ করে তাঁর পার্শ্ববর্তী এক্সোনগুলোকে পুনরায় জোড়া দিয়ে সংযুক্ত করার ঘটনাই হলো জিন স্প্লাইসিং।
৯. ‘জিনোম’ কি?
উত্তর: কোনো জীবের ক্রোমোসোমে সজ্জিত সকল জিনের একটি সেটকেই জিনোম বলা হয়।
১০. প্লাস্টিড কি?
উত্তর: উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকা ডিম্বাকৃতি, ফিতাকৃতি কিংবা তারকাকৃতি সজীব বর্ণাধার বস্তুগুলোকে প্লাস্টিড বলে।
১১. নিউক্লিওটাইড কি?
উত্তর: এক অণু নাইট্রোজেনঘটিত ক্ষারক, এক অণু পেন্টোজ সুগার এবং এক অণু ফসফেট যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, তাকে নিউক্লিওটাইড বলা হয়।
১২. জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কে?
উত্তর: কোষ।
১৩. স্পিন্ডল তন্তু কোথায় দেখা যায়?
উত্তর: সেন্ট্রিওলে।
১৪. গলগি বডি কে আবিষ্কার করেন?
উত্তর: ক্যামিলো গলগি (গলজি)
১৫. অটোক্যাটালাইটিক ফাংশন কাকে বলে?
উত্তর: DNA থেকে DNA সংশ্লেষ করাকে অটোক্যালাইটিক ফাংশন বলে।
গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন (‘খ’ নং প্রশ্ন)
১. জিন সম্পর্কে লিখ।
উত্তর: ক্রোমোসোমের লোকাসে অবস্থিত DNA অণুর সুনির্দিষ্ট অংশ যা জীবের একটি নির্দিষ্ট সংকেত আবদ্ধ করে, প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে এবং কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় রাখে তাকে জিন বলে।
জীবের বিভিন্ন বৈশিষ্ট্য জিন কর্তৃক নিয়ন্ত্রিত। জিনে নিউক্লিওটাইড ইনুক্রম নির্দিষ্ট। একেকটি জিনে ৭৫টি থেকে ৪০ হাজার পর্যন্ত নিউক্লিওটাইড থাকতে পারে।
২. জেনেটিক কোড বলতে কি বুঝায়?
৩. ট্রিপলেট কোডন বলতে কি বুঝ?
৪. ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে কি বুঝ?
গুরুত্বমূলক প্রয়োগমূলক প্রশ্ন (‘গ’ নং প্রশ্ন)
১. ফ্লুইড-মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গঠনের চিহ্নিত চিত্র অংকন কর।২. একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অংকন কর।৩. মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র অংকন কর।৪. কোষঝিল্লির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।৫. ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র অংকন কর ও গঠন বর্ণনা কর।৬. মাইটোকন্ড্রিয়ার কাজ গুলো লেখ।৭. DNA এর সাধারণ গঠন, রাসায়নিক গঠন, RNA এর সাথে DNA এর তুলনা।৮. ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।৯. বিভিন্ন প্রকার RNA সম্পর্কে লিখ।
গুরুত্বপূর্ণ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন (‘ঘ’ নং প্রশ্ন)
১. ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার তুলনামূলক আলোচনা কর।২. কোষপ্রাচীর ও কোষঝিল্লির তুলনা কর।৩. জীবজগতের অস্তিত্ব রক্ষায় ক্লোরোপ্লাস্টের ভূমিকা কতটুকু? ব্যাখ্যা কর।৪. প্রজনন ও বংশগতিতে ক্রোমোসোমের ভূমিকা ব্যাখ্যা কর।৫. DNA এর সহযোগিতায় RNA সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।