গুচ্ছ ভর্তি পরীক্ষা: পদার্থবিজ্ঞান প্রথম পত্র (মডেল টেস্ট ০১)

বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

মডেল টেস্ট ০১

বিজ্ঞান বিভাগ

পদার্থবিজ্ঞান প্রথম পত্র

Powered by: TechKib 



১. ১ ফার্মি বা ফেমটো মিটার সমান কত মিটার?

ক) ১০^-১০ মিটার 

খ) ১০^-১৫ মিটার

গ) ১০^-১২ মিটার

ঘ) ১০^-১৮ মিটার


২. পিকো এর মান কোনটি?

ক) ১০^-১৩ মিটার 

খ) ১০^-১৫ মিটার

গ) ১০^-১২ মিটার

ঘ) ১০^১০ মিটার


৩. দুটি ভেক্টর রাশির ডট গুনফল 6 এবং ক্রস গুনফলের মান যদি 2 root 3 হয়, তবে মধ্যবর্তী কোন কত ডিগ্রি?

ক) ৩০

খ) ৪৫

গ) ৬০

ঘ) ১২০ 


৪. নিচের কোনটি স্কেলার রাশি নয়? 

ক) কাজ 

খ) ক্ষমতা 

গ) বল 

ঘ) শক্তি 

physics-questions

৫. A ও B ভেক্টর দুটি সমান্তরাল হওয়ার শর্ত কি? 

- দুটি ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুনফল যদি শূন্য হয়, তবে তারা সমান্তরাল। 


৬. একটি প্রাসের অনুভূমিক পাল্লা ৭৯.৫৩ মিটার এবং বিচরণকাল ৫.৩ সেকেন্ড হলে নিক্ষেপন বেগ কত?  

ক) ৩০ মিটার/সেকেন্ড 

খ) ৪০ মিটার/সেকেন্ড

গ) ৩৫ মিটার/সেকেন্ড

ঘ) ৭০ মিটার/মিনিট


৭. মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে কি বলা হয়?  

ক) বিপরীত ভেক্টর 

খ) অবস্থান ভেক্টর 

গ) শূন্য ভেক্টর 

ঘ) অশূন্য ভেক্টর 

৮. অনুভূমিক বরাবর প্রাসের ত্বরণ কত?  

ক) 9.8 m/s

খ) 0 

গ) 2*9.8 m/s

ঘ) কোনোটিই নয় 


৯. একটি ধারক ও একটি আবেশ কয়েল দুটি পৃথক বর্তনীর সাথে লাগানো আছে। বাল্বটি কখন অধিক উজ্জ্বলভাবে জ্বলবে?  

- কয়েলের পাক সংখ্যা বৃদ্ধি করা হলে। 


১০. পড়ন্ত বস্তুর সূত্র কে প্রমাণ করে?  

ক) আইন্সটাইন 

খ) গ্যালিলিও 

গ) নিউটন 

ঘ) হকিং 


১১. কিলোওয়াট-ঘন্টার সাথে জুলের সম্পর্ক কি? 

ক) 1 kWh = 550 J

খ) 1 kWh = 746 J 

গ) 1 kWh = 9.8 J

ঘ) 1 kWh = 3.6 x 10^6 J


১২. একটি প্রাসের আনুভূমিক পাল্লা ৪৮ মিটার এবং আদিবেগ ৩৩ মিটার/সেকেন্ড। নিক্ষেপ কোণ কত? 

ক) ১২.৮ ডিগ্রি 

খ) ১২.৫৩ ডিগ্রি

গ) ১৯.৮ ডিগ্রি

ঘ) ৮০.৮ ডিগ্রি


১৩. অসম বেগ কিন্তু সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখের ঢাল কিসের সমান? 

ক) ত্বরণ 

খ) বেগ 

গ) সরন 

ঘ) দূরত্ব 


১৪. একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। যদি এর বেগ ৪ গুণ করা হয় তবে অনুরূপ কয়টী তক্তা ভেদ করতে পারবে? 

ক) ৮

খ) ১০

গ) ১৬

ঘ) ৩২ 


১৫. একটি টানা তার 100 কম্পাংক সৃষ্টি করতে পারে। ঐ একই তারে দ্বিগুন কম্পাংক সৃষ্টি করতে হলে টানের পরিমাণ কত হবে? 

ক) ৪ গুন 

খ) ৬ গুন 

গ) একই 

ঘ) ২ গুন 


১৬. Y = 5 sin (5x-10t) এবং y= 6cox (7x-14t) দুটি তরঙ্গ হলে নিচের কোনটি সঠিক?  

ক) বেগ সমান 

খ) বিস্তার সমান 

গ) কম্পাংক সমান

ঘ) তরঙ্গ দৈর্ঘ্য সমান 


১৭. শব্দের বেগ কোনটিতে বেশি?  

ক) পানি 

খ) ধাতু 

গ) শূন্য 

ঘ) বায়ু 


১৮. স্পন্দনরত বস্তুর গতিপথের যে নির্দিষ্ট বিন্দুতে কোনো লব্ধি বল ক্রিয়া করে না, তাকে বলে-  

ক) মধ্যাস্থান 

খ) সুস্থিত বিন্দু  

গ) আদর্শ অবস্থান 

ঘ) সবগুলো 


১৯. পর্যায়বৃত্ত গতির উদাহারণ কোনটি?  

ক) চলন্ত সাইকেলের চাকার গতি 

খ) কম্পিউটার মাউস চালনায় হাতের গতি 

গ) সরলরৈখিক রাস্তায় দৌড়ের গতি 

ঘ) কুকুরের তাড়া খেলে এলোমেলোভাবে দৌড়ানোর গতি 


২০.  সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বনাম পর্যায়কাল লেখচিত্রটি কি প্রকৃতির? 

ক) প্যারাবোলা 

খ) হাইপারবোলা 

গ) সরলরেখা 

ঘ) বৃত্ত 


২১.  9.8 ms বেগে একটি পাথরকে ভূপৃষ্ঠ হতে উপরের দিকে নিক্ষেপ করা হল। এটি কত সময় পরে ভুপৃষ্টে ফিরে আসবে।

ক) 2s

খ) 1s

গ) 10s

ঘ) 15s 


২২. একটি বুলেট একটি দেয়ালের মধ্যে 0.06m প্রবেশ করার পর এর আদিবেগের অর্ধেক হারায়। বুলেটটি দেয়ালের মধ্যে আর কতদূর প্রবেশ করতে পারবে?  

ক) ০.০২ মিটার

খ) ০.০৪ মিটার  

গ) ০.১৫ মিটার 

ঘ) ০.১১ মিটার 


২৩. একটি পাখা প্রতি মিনিটে 60 বার ঘোড়ে। পাখাটির কৌণিক বেগ কত। 

ক) 3.1416 rad/s

খ) 2*pi rad/s

গ) কোনোটাই না

ঘ) pi/2 


২৪. একটি বল 64 মিটার উপর হতে ফেলে দেয়া হলো, একই সময়ে অনা একটি বলকে 96 m/s বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। বল দুটি কত উচ্চতায় এবং কত সময় পর মিলিত হবে?

ক) 61.82 m, 0.67 s 

খ) 67.82 m, 1.67 s

গ) 41.82 m, 0.27 s

ঘ) 61.82 m, 0.30 s


২৫. অলিম্পিক গেমসের চাকতি নিক্ষেপ ইভেন্টে পাঠগৃহের প্রতিযোগী আব্দুর রহিম 20 m/s বেগে এবং আনুভূমিকের সাথে 30 কোণে নিক্ষেপ করল। চাকতিটি আনুভূমিক দিকে কত দূরত্ব অতিক্রম করবে? 

ক) 15.35 

খ) 35.35 

গ) 17.35 

ঘ) 22.35


২৬. অভিকর্ষ ত্বরণের উপর কোনটির প্রভাব নেই?

ক) উচ্চতা

খ) দ্রাঘিমা

গ) অক্ষাংশ 

ঘ) পৃথিবীর ঘূর্ণন 


২৭. যদি পৃথিবী হতে সূর্যের দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক করা হয় তাহলে এক বছরে দিনের সংখ্যা হবে প্রায়- 

ক) 182 

খ) 365 

গ) 129

ঘ) 739 


২৮. ভু-পৃষ্ঠের 20017 উর্ধে অভিকর্ষজ তুরণ কত?

ক) ৯.১৯ মিটার/সেকেন্ড^২ 

খ) ১.১৯ মিটার/সেকেন্ড^২

গ) ৯.৮০ মিটার/সেকেন্ড^২

ঘ) ১০.০২ মিটার/সেকেন্ড^২ 


২৯. চাপ বৃদ্ধির ফলে তরলের সান্দ্রতা- 

ক) বৃদ্ধ্বি পায়

খ) কমে 

গ) অনেক কমে

ঘ) একই থাকে 


৩০. কোনটির দ্বারা ত্বরলের পৃষ্ঠটান প্রভাবিত হয় না?

ক) দূষণ 

খ) তাপ 

গ) দ্রবীভূত বস্তু 

ঘ) তরলের উপর থাকা মাধ্যম 


[এই ৩০ টি প্রশ্নের উত্তরের পর আরও ২০ টি প্রশ্ন ও উত্তর নিচে দেয়া হলো] 


উত্তর


১. খ) ১০^-১৫ মিটার

২. গ) ১০^-১২ মিটার

৩. ক) ৩০ 

৪. গ) বল 

৫. দুটি ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুনফল যদি শূন্য হয়, তবে তারা সমান্তরাল হয়ে থাকে। 

৬. ৩০ মিটার/সেকেন্ড 

৭. খ) অবস্থান ভেক্টর 

৮. খ) 0 

৯. অধিক উজ্জ্বলভাবে জ্বালানোর জন্য কয়েলের পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে। 

১০. খ) গ্যালিলিও 

১১. 1 kWh = 3.6 x 10^6 J (1000 W x 3600 s) 

১২. ক) ১২.৮ ডিগ্রি 

১৩. ক) ত্বরণ 

১৪. গ) ১৬ টি 

১৫. ক) ৪ গুন 

১৬. ক) বেগ সমান 

১৭. খ) ধাতু 

১৮. খ) সুস্থিত বিন্দু  

১৯. ক) চলন্ত সাইকেলের চাকার গতি 

২০. ক) প্যারাবোলা 

২১. ক) 2s

২২. ক) ০.০২ মিটার

২৩. খ) 2*pi rad/s

২৪. ক) 61.82 m, 0.67 s 

২৫. খ) 35.35 

২৬. খ) দ্রাঘিমা

২৭. গ) 129

২৮. ক) ৯.১৯ মিটার/সেকেন্ড^২ 

২৯. ক) কমে

৩০. খ) তাপ 


প্রশ্ন এবং উত্তর একসাথে করে আরও ২০ টি প্রশ্ন দেয়া হলো।


৩১. বল পয়েন্ট পেন কোন নীতিতে কাজ করে?

- পৃষ্ঠটান

৩২. পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের অবস্থা কিরূপ হবে?

- অনির্ণেয়

৩৩. তাপমাত্রা বৃদ্ধিতে কোনো বস্তুর স্থিতিস্থাপকতার কেমন পরিবর্তন হয়?

- হ্রাস পায়

৩৪. পানি, বরফ ও জলীয় বাষ্প কোন তাপমাত্রায় একইসাথে থাকতে পারে?

- ২৭৯.১৬ ডিগ্রি সেলসিয়াস

৩৫. কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ু মন্ডলের চাপ 10^5 হলে এবং হ্রদের পানি উষ্ণতা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত?

P1V1 = P2V2

বা, (P2+hpg)V = P2 x gV

বা, h= 71.43 m


৩৬. সম্পৃক্ত বাষ্প-

- বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না

৩৭. আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের পাঠের পার্থক্য যদি কম হয় তাহলে কি হওয়ার সম্ভাবনা থাকে?

- আর্দ্র আবহাওয়া

৩৮. আপেক্ষিক আর্দ্রতা ১০০% হলে শিশিরাঙ্ক কেমন হবে?

- বায়ুর তাপমাত্রার সমান হবে

৩৯. গ্যাসের একটি অনুর স্বাধীনতার মাত্রা 6 হলে শক্তির সমবিভাজন নীতি অনুসারে প্রতি অনুর শক্তি কত হবে?

- 3 kT 

৪০. শ্রাব্যতার সীমা কত?

- ২০ থেকে ২০,০০০ হার্জ

৪১. বেতার তরঙ্গ কোন ধরনের তরঙ্গ?

- আড় তরঙ্গ

৪২. বায়ুতে শব্দের বেগ কখন দ্বিগুণ হবে (তাপমাত্রা সম্পর্কিত)-

- তাপমাত্রা 819 ডিগ্রি সেলসিয়াস হলে। (বেগ ও তাপমাত্রার সম্পর্কের সূত্র ব্যবহার করে নির্ণয় করতে হবে।)

৪৩. কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার বেগের দ্বিগুণ?

- ১০৯২ ডিগ্রি সেলসিয়াস

৪৪. একই দিকে চলমান সামান্য ভিন্ন কম্পাংকের দুটি শব্দ তরঙ্গ কি কারণে বীট উৎপন্ন করে?

- ব্যাতিচার। 

৪৫. স্বাভাবিক কথোপকথনে শব্দের তীব্রতা লেভেল কত ডেসিবেল?

- ৪০ ডেসিবেল।

৪৬. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ কত?

- ০ 

৪৭. ভূ-স্থির উপগ্রহের পর্যায়কাল কত?

- ২৪ ঘন্টা 

৪৮. টর্কের SI একক কি?

- Nm 

৪৯. 500 N ওজনের একটি বস্তু একটি ক্রেনের সাহায্যে 0.2 m/s ধ্রুব গতিতে উপরে উঠানো হলো। ক্রেনের ক্ষমতা কত?

- P= Fv = 5000 x 0.2 = 100 W 

৫০. কোনো মেঝেতে স্থাপিত 400N এর একটি কাঠের ব্লকের ওপর অনুভূমিকভাবে 160N বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। মেঝেতে ও কাঠের ব্লকের ঘর্ষণাঙ্ক কত?

- ঘর্ষণাঙ্ক = F/R = 160/400 = 0.4 


প্রশ্ন এবং প্রশ্নের উত্তরে ভুল থাকতে পারে। কোনো ধরনের ভুল তথ্য ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হলে পাঠগৃহ তার দায়ভার বহন করবে না। কোনো ভুল আপনার চোখে পরলে কমেন্টে তা জানিয়ে দিন।

ধন্যবাদ 

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺