অরবিট কি?
পরমানুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট শক্তির প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাকে/তাদেরকে অরবিট বা Orbit বলে। অরবিটকে শক্তিস্তরও বলা হয়।
অরবিটকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর বিভিন্ন মানের জন্য অরবিটগুলোকে K, L, M, N ইত্যাদি নামকরণ করা হয়।
অরবিটাল কি?
নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক (3D) যে অঞ্চলসমূহে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই অঞ্চলকে অরবিটাল বা orbital বলে। অরবিটালকে উপশক্তিস্তর বলা হয়।
s, p, d, f অরবিটাল থাকে। এর একটিই উপস্থর। p এর উপস্তর তিনটি (px, py, pz)। অনুরূপভাবে d এর ৫ টি এবং f এর ৭ টি।
অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য বা শক্তিশর ও উপশক্তিস্তরের মধ্যে পার্থক্য কি?
অরবিট এবং অরবিটালের মধ্যবর্তী পার্থক্য নিচে উল্লেখ করা হলো:
ক্রমিক |
অরবিট (শক্তিস্তর) |
অরবিটাল (উপশক্তিস্তর) |
১ |
পরমানুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে
নির্দিষ্ট শক্তির প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাকে অরবিট বলে। |
নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক
যে অঞ্চলসমূহে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই অঞ্চলকে অরবিটাল বলে। |
২ |
এটি দ্বারা নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক
বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন বুঝায়। |
এটি দ্বারা ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন
আবর্তন বুঝায়। |
৩ |
অরবিটসমূহ n দ্বারা প্রকাশ করা হয়।
n এর মান 1,2,3… … হয়ে থাকে। |
অরবিটাল সমূহকে s, p, d, f দ্বারা প্রকাশ
করা হয়। |
৪ |
n=1,2,3… এর জন্য শক্তিস্তরের নাম
K, L, M শেল হিসেবে চিহ্নিত হবে |
s অরবিটালের উপস্তর ১ টি, p, d এবং
f এর ৩,৫ এবং ৭ টি। |
৫ |
এক্ষেত্রে শক্তির ক্রম হচ্ছে 1<2<3<4…
|
একই উপস্তরের px, py,
pz এর শক্তি সমান। |
৬ |
প্রতিটি অরবিটে 2n2 সংখ্যাক
ইলেকট্রন থাকতে পারে |
একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 টি ইলেকট্রন থাকতে পারে |
নোড কি?
s অরবিটালে নোড সংখ্যা = (n-l) সংখ্যকযেমন, 3s অরবিটালের নোয় সংখ্যা (3-1) =2 টি