HSC ICT ব্যবহারিক: ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখ।

প্রয়োজনীয় হার্ডওয়্যার: 

যথাযথ বিদ্যুৎ সংযোগ সমন্বিত স্থানে একটি কার্যক্ষম কম্পিউটার। 

ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখ।

প্রয়োজনীয় সফটওয়ার:

উইন্ডোজ সেভেন/টেন এবং যে কোনো সি কম্পাইলর (Turbo C, CodeBlocks) ।

(বিশেষ দ্রষ্টব্য: অন্যান্য সফটওয়্যার দিয়েও করা যাবে, তবে আমরা উইনডোজ ১০ এবং Turbo C ব্যবহার করে সম্পন্ন করব।)

প্রক্রিয়া অনুসরণ: 

১. কম্পিউটারটির পাওয়ার বাটনে প্রেস করে তা অন করি। 

২. স্টার্ট মেন্যু থেকে অল প্রোগ্রামের মধ্যে Turbo C ক্লিক করে ওপেন করি। 

৩. এখন কম্পাইলার অংশে নিচের কোড টাইপ করি। 

 1
 2
 3
 4
 5
 6
 7
 8
 9
10
11
12
13
14
15
16
17
18
19
#include<stdio.h>

#include<conio.h>

void main ()

{

Float b, h, a;

printf(“Enter the base and height of the triangular”);

scanf(“%d, %d”, &b, &h);

a = 0.5*b*h;

printf(“The area of the triangular is %.2f”, a);

}

[ছবি আঁকার জন্য বরাদ্দ রাখা পৃষ্ঠায় কোড লেখার আগেই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করলে ভালো হবে।]

অ্যালগরিদম:

ধাপ ১: শুরু

ধাপ ২: b এবং h এর মান গ্রহন

ধাপ ৩: ধরে নিই, a=(b*h)/2

ধাপ ৪: ফলাফল a এর মান প্রদর্শন

ধাপ ৫: শেষ

[ফ্লো-চার্ট থাম্বনেইল ছবিতে বিদ্যমান]

ব্যখ্যা: 

১. Link Section অংশে include এর মাধ্যমে stdio.h এবং conio.h ফাইলকে লিংক করা হয়েছে।

২. Declaration Section অংশে b, h এবং area নামে তিনটি ভগ্নাংশ (float) ডেটাটাইপ ভেরিয়েবল declare করা হয়েছে।

৩. Main Function অংশে মূল প্রোগ্রামটি লেখা হয়েছে।

৪. Execute Section এ printf এবং scanf ফাংশন ব্যবহার করা হয়েছে।

ফলাফল এবং ফলাফল বিশ্লেষণ:

ভূমি এবং উচ্চতয়া যথাক্রমে ৫ এবং ১০ পদান করে উপরোক্ত প্রোগ্রামটি রান করলে নিম্নের মতো ফলাফল দেখাবে। 

Enter the base and height of the triangular: 5, 10 _

The area of the triangular is 25.00

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺