এসএসসি সিলেবাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর ১ম মডেল টেস্ট। ৬ টি অধ্যায়ের উপর ৬ টি মডেল টেস্ট প্রকাশ করবে “পাঠগৃহ The Reading Room” এটি যার প্রথম। প্রতিটি পর্বে থাকবে ২৫ টি করে প্রশ্ন ও উত্তর। কিছু বহুনির্বাচনী প্রশ্ন ও বাকিগুলো সংক্ষিপ্ত প্রশ্নের আকারে দেয়া হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
১. একুশ শতকে
পৃথিবীটা কোন ধরনের অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে?
উত্তর: জ্ঞানভিত্তিক
অর্থনীতির উপর
২. আধুনিক কম্পিউটারের
জনক কে?
উত্তর: চার্লস
ব্যাবেজ
৩.চার্লস ব্যাবেজের
তৈরি গণনা যন্ত্র দুটির নাম কি ছিলো?
উত্তর: ১. ডিফারেন্স
ইঞ্জিন এবং ২. এনালিটিক্যাল ইঞ্জিন।
৪. প্রোগ্রামিং
ধারনার জনক কে?
উত্তর: অ্যাডা লাভলেস।
* চার্লস ব্যাবেজ ও এডা লাভলেস সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন।
৫. বিজ্ঞানী
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের মৃত্যুর বছরে কোন বিজ্ঞানির জন্ম?
উত্তর: বিজ্ঞানী
আইনস্টাইন
৬. স্যার জগদীশচন্দ্র
বসু কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৩৭
খ্রিষ্টাব্দে
৭. বেতার যন্ত্রের
স্বীকৃত আবিষ্কারক কে?
উত্তর: গুগলিয়েলমো
মার্কনি
৮. সর্বপ্রথম
ই-মেইল সিস্টেম চালু করেন কে?
উত্তর: রেমন্ড স্যামুয়েল টমলিমসন
৯. এপল কম্পিউটার
কত সালে যাত্রা শুরু করে?
উত্তর: ১৯৭৬
সাল (১লা এপ্রিল)
১০. গুগলিয়েলমো
মার্কনি কোন দেশের বিজ্ঞানী?
উত্তর: ইতালি
১১. http এর
পূর্ণরূপ কি?
উত্তর: hyper
text transfer protocol
১২. www এর
জনক কে?
উত্তর: টীম
বার্নাস-লি
১৩. কোভিড-১৩
এর কারণে অনেক প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাশ হচ্ছে- এই প্রক্রিয়াকে কি বলা যেতে পারে?
উত্তর: ই-লার্নিং
১৪. শাসন ব্যবস্থায়
ও প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কি বলে?
উত্তর: ই-গভর্ন্যান্স
১৫. অনলাইন
কার্যক্রমে সেবা পাওয়া যায় কখন ?
উত্তর: ২৪*৭*৩৬৪
(দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন, বছরে ৩৬৫ দিন)
১৬. নিচের কোনগুলো
ডিজিটাল মাধ্যমে দেয়া সেবার অন্তর্ভূক্ত?
i. ই-পূর্জি
ii. ই-পর্চা
iii. ই-স্বাস্থ্যসেবা
উত্তর: i,
ii ও iii
১৭. জমির রেকর্ড
অনলাইনে সংগ্রহ করাকে কি বলে?
উত্তর: ই-পর্চা
সেবা
১৮. ইলেকট্রনিক
মাধ্যমে বাণিজ্য করাকে কি বলে?
উত্তর: ই-কমার্স
১৯. COD এর
পূর্ণরূপ কি?
উত্তর:
Cash on Delivery
২০. ফেসবুকের
স্ট্যাটাসের মতো টুইটারের অংশটিকে কি বলে?
উত্তর: টুইট
২১. ডিজিট শব্দের
অর্থ কি?
উত্তর: অঙ্ক
বা সংখ্যা
২২. ডিজিটাল
বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
উত্তর: ৪ টি
নিজে থেকে চেষ্টার জন্য:
২৩. সরকারি
কাজে আইসিটির ব্যবহারের ফলে –
i. সময় সাশ্রয়
হয়
ii. সেবার মান
উন্নয়ন হয়েছে
iii. সপ্তাহে
৭ দিনই সেবা পাওয়া যায়
নিচের কোনটি
সঠিক
ক) i ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i ii ও
iii
* নিচের অনুচ্ছেদটি
পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
পাঠগৃহের সাকিব
মাহমুদ সাজেক গিয়ে অসুস্থ হয়ে পরেছে। সে ফোনে একজন চিকিৎসক এর সাথে যোগাযোগ করলে সে
সাকিব কে দ্রুত হাসপাতালে যেতে বলে। পরে সে গুগল ম্যাপ ব্যবহার করে হাসপাতাল খুঁজে
নিয়ে সেখানে যায় এবং সেখানকার ডাক্তাররা ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে সাকিব
মাহমুদকে চিকিৎসা দেয়।
২৪. সাকিবের
চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান বলে মনে হচ্ছে?
ক) রোবট
খ) পাঠগৃহের
ওয়েবসাইট
গ) আইসিটি
ঘ) কম্পিউটার
২৫. স্থানীয়
ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করেন তা হলো-
i. টেলিমেডিসিন
সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স
সেবা
নিচের কোনটি
সঠিক
ক) i ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i ii ও
iii
* আইসিটি সাজেশন পেতে ক্লিক করুন এখানে
* আমাদের এন্ড্রয়েড এপ ডাওনলোড করতে ক্লিক করুন এখানে
* আমাদের কাছে লেখা প্রকাশ করার জন্য পাঠাতে ক্লিক করুন এখানে।
* আমাদের আপডেট গুলো সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুকে পেজে।