HSC Chemistry: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ০১


প্রিয় শিক্ষার্থী। স্বাগত জানাচ্ছি পাঠগৃহ The Reading Room এর একাদশ দ্বাদশ শ্রেণির  রসায়ন ক্লাসে।

ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ০১



আমাদের আজকের বিষয় রসায়ন প্রথম পত্র এর প্রথম অধ্যায় ( ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার )

ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ০১
. ল্যাবরেটরির ব্যবহার বিধি : পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক হ্যান্ড গ্লাভস।

আজকে আমরা মূলত ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক হ্যান্ড গ্লাভস নিয়ে আলোচনা করব। এই বিষয় গুলো নিয়ে আলোচনা করতে গেলে যে যে ব্যাপারগুলো জানতে পারব তারা হলো :
. এপ্রোন (Apron)
. গগলস (Safety Glass)
. মাস্ক (Mask)
. হ্যান্ড গ্লাভস (Hand Gloves)

)  এপ্রোন :
* ল্যাবরেটরিতে কাজের সময় কখনোও ঢিলা জামা কাপড় পড়া উচিত নয়।
* এপ্রোন সাদা সূতি কাপড়ের হবে। কারণ এটি আরামদায়ক তাপকে দ্রুত বিকিরণ করে।  এছাড়াও তাপ শোষণ করার ক্ষমতা যথেষ্ট কম।

) গগলস বা নিরাপদ গ্লাস :
* ল্যবে কাজ করার সময় বিভিন্ন ক্ষতিকর বাষ্প ও ধোঁয়া তৈরি হয় যেগুলো থেকে বাঁচার জন্য চোখের নিরাপত্তায় নিরাপদ গ্লাস ব্যবহার করা হয় ।
* কনটাক্ট লেন্স ব্যবহার করা যাবে না ।
* সোডিয়াম ধাতু ব্যবহারের সময় চোখের মারাত্মক ক্ষতি হয় ।

গ) মাস্ক :
* বিভিন্ন বিষাক্ত ও দুর্গন্ধময় গ্যাস থেকে বাঁচার জন্য ল্যাবে কাজ করার সময় মাস্ক ব্যবহার করা উচিত ।
* NO2 , NH3 ইত্যাদি গ্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য ।

ঘ) হ্যান্ড গ্লাভস :
* পরিবেশ বান্ধব নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা উচিত।
* সিনথেটিক গ্লাভস ব্যবহার করা উচিত নয় ।
* ভিনাইল গ্লাভস PVC  থেকে তৈরি করা হয় ।
* জিটেক্স গ্লাভস যথেষ্ট তাপরোধী 

এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়া যাক ।

১. কোন ধরনের কাপড় ল্যাবরেটিতে পরিধানের জন্য প্রাধান্য দেয়া হয় ?
উত্তর :  সাদা সূতি কাপড় সবথেকে উত্তম । কারণ এটি আরামদায়ক তাপকে দ্রুত বিকিরণ করে।  এছাড়াও তাপ শোষণ করার ক্ষমতা যথেষ্ট কম।

২. কোন ধরনের চশমায় সম্প্রসারিত অংশ থাকে ?
উত্তর :  নিরাপদ চশমা বা গ্লাস বা গগলসে ।

৩. ল্যাবে মাস্ক কেনো ব্যবহার করতে হয় ?
উত্তর : NO2 , NH3 এর মতো  বিভিন্ন বিষাক্ত ও দুর্গন্ধময় গ্যাস থেকে বাঁচার জন্য ল্যাবে কাজ করার সময় মাস্ক ব্যবহার করা হয় ।

৪. আগুন নিয়ে কাজ করার সময় কোন ধরনের হ্যান্ড গ্লাভস পড়া উচিত ?
উত্তর : জিটেক্স গ্লাভস ।

রবিউল ইসলাম সাকিব

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺