প্রিয়
শিক্ষার্থী। স্বাগত জানাচ্ছি পাঠগৃহ The Reading Room এর একাদশ
ও দ্বাদশ শ্রেণির রসায়ন ক্লাসে।
আমাদের
আজকের বিষয় রসায়ন প্রথম পত্র এর প্রথম
অধ্যায় ( ল্যাবরেটরির
নিরাপদ ব্যবহার ) ।
ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ০১
১.১ ল্যাবরেটরির ব্যবহার বিধি : পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক ও হ্যান্ড গ্লাভস।
আজকে
আমরা মূলত ল্যাবরেটরিতে ব্যবহারের
জন্য পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক ও হ্যান্ড গ্লাভস
নিয়ে আলোচনা করব। এই বিষয়
গুলো নিয়ে আলোচনা করতে
গেলে যে যে ব্যাপারগুলো
জানতে পারব তারা হলো
:
১. এপ্রোন (Apron)
২. গগলস (Safety Glass)
৩. মাস্ক (Mask)
৪. হ্যান্ড গ্লাভস (Hand Gloves)
ক) এপ্রোন :
* ল্যাবরেটরিতে
কাজের সময় কখনোও ঢিলা
জামা কাপড় পড়া উচিত
নয়।
* এপ্রোন
সাদা ও সূতি কাপড়ের
হবে। কারণ এটি আরামদায়ক
ও তাপকে দ্রুত বিকিরণ করে। এছাড়াও
তাপ শোষণ করার ক্ষমতা
যথেষ্ট কম।
খ) গগলস বা নিরাপদ গ্লাস :
* ল্যবে কাজ
করার সময় বিভিন্ন ক্ষতিকর বাষ্প ও ধোঁয়া তৈরি হয় যেগুলো থেকে বাঁচার জন্য চোখের নিরাপত্তায়
নিরাপদ গ্লাস ব্যবহার করা হয় ।
* কনটাক্ট লেন্স
ব্যবহার করা যাবে না ।
* সোডিয়াম ধাতু
ব্যবহারের সময় চোখের মারাত্মক ক্ষতি হয় ।
গ) মাস্ক :
* বিভিন্ন বিষাক্ত
ও দুর্গন্ধময় গ্যাস থেকে বাঁচার জন্য ল্যাবে কাজ করার সময় মাস্ক ব্যবহার করা উচিত ।
* NO2
, NH3 ইত্যাদি গ্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য ।
ঘ) হ্যান্ড গ্লাভস :
* পরিবেশ বান্ধব
নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা উচিত।
* সিনথেটিক
গ্লাভস ব্যবহার করা উচিত নয় ।
* ভিনাইল গ্লাভস
PVC থেকে তৈরি করা হয় ।
* জিটেক্স গ্লাভস
যথেষ্ট তাপরোধী ।
এবার নিচের
প্রশ্নগুলোর উত্তর দেয়া যাক ।
১.
কোন ধরনের কাপড় ল্যাবরেটিতে পরিধানের জন্য প্রাধান্য দেয়া হয় ?
উত্তর
: সাদা সূতি কাপড় সবথেকে উত্তম । কারণ এটি
আরামদায়ক ও তাপকে দ্রুত
বিকিরণ করে। এছাড়াও
তাপ শোষণ করার ক্ষমতা
যথেষ্ট কম।
২.
কোন ধরনের চশমায় সম্প্রসারিত অংশ থাকে ?
উত্তর
: নিরাপদ চশমা বা গ্লাস বা গগলসে ।
৩.
ল্যাবে মাস্ক কেনো ব্যবহার করতে হয় ?
উত্তর : NO2
, NH3 এর মতো বিভিন্ন বিষাক্ত ও
দুর্গন্ধময় গ্যাস থেকে বাঁচার জন্য ল্যাবে কাজ করার সময় মাস্ক ব্যবহার করা হয় ।
৪.
আগুন নিয়ে কাজ করার সময় কোন ধরনের হ্যান্ড গ্লাভস পড়া উচিত ?
উত্তর : জিটেক্স
গ্লাভস ।
রবিউল ইসলাম
সাকিব