Check All buttons:-
- ক্যালকুলেটরের সব বাটন কাজ করছে কিনা তা জানার জন্য একসাথে "Shift" "On" "7" তিনটি বাটন চেপে ধরতে হবে ! খেয়াল রাখবেন যাতে তিনটি বাটন একই সময়ে চাপা হয় এবং শুধুমাত্র একই সময়ে ঐ তিনটি বাটন চাপা হলে দেখবেন ক্যালকুলেটরের ডিসপ্লের প্রতিটা পিক্সেল ইন্ডিকেট করছে !
- Shift বাটনটি চাপতে থাকুন যতক্ষন পর্যন্ত না "1" সংখ্যাটি ডিসপ্লেতে দেখায় !(15 বার press )
- Alpha বাটনটি ক্লিক করলে দেখবেন 2 দেখাবে এভাবে পর্যায় ক্রমে Mode button তারপর Replay Left > Replay Right > Reply up> solve > d/dx> x-1 > CONST > Replay down টিপলে Display তে 11 উঠবে !
- মনে রখবেন "On" বাটনে এই চেকিং চলাকালীন ক্লিক করবেন না !
- এরপর এভাবেই সব বাটনগুলো পর্যায়ক্রমে টিপতে থাকুন
- শেষে "=" বাটনে ক্লিক করলে দেখতে পারবেন লেখা উঠকে 25 Ok
অর্থাৎ আপনার ক্যালকুলেটর সম্পূর্ন ঠিক আছে তথা আপনি একে দিয়ে হিসাব
করতে প্রস্তুত হয়ে যান ! কারন
ও নিজেও প্রস্তুত আছে !!!
উপকার:
- যেকোন পরীক্ষায় আপনি sure থাকতে পারবেন যে আপনার calculator এর স্বাস্থ্য ঠিক আছে !!
- পরীক্ষার সময় ক্যালকুলেটরের বিষয়ে আর ভয় থাকবে না !
- কনফিডেন্সের সাথে Exam দিতে পারবেন !
Extra জ্ঞান
১) আপনার
ক্যালকুলেটরের Shift লেখাটির রং টা
দেখেছেন ? ঠিক
একই রং দিয়ে
অন্য আরও বাটনের
উপর কিছু লেখা আছে !!