মোডগত ত্রুটি থেকে মুক্তির উপায় :
বিভিন্ন সময় আমরা বিভিন্ন মোড ব্যাবহার করি ! কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা
ভুলে যাই যে
অংকের বা গনিতের ধরন
অনুসারে আমাদের
মোড ব্যবহার করতে হয়
!
প্রতিবার মোড ক্লিয়ার করার
সহজ উপায় হলো ঃ
প্রথমে ক্যালকুলেটর On কর Shift press কর
তারপর মোড press কর শুধু
মোড পরিষ্কার করতে চাইলে 2 press কর আর যদি সবকিছু
পরিষ্কার করতে চাও
তবে 3 press করে দুবার
"=" বাটনে ক্লিক কর
!!' এবং
এর ফলে তোমার
ক্যালকুলেটর ডিফল্ট মোডে চলে
যাবে !
ভগ্নাংশ কিভাবে বের করব?
যেকোন ফলাফল
যদি দশমিকে আসে
তবে সিম্পেলি তুমি
CALC বাটনের নিচে
এবং রুট বাটনের
বামে থাকা a b/c বাটনে ক্লিক কর
তবে তুমি
ভগ্নংশ রুপ পেয়ে
যাবে ! যদি
লব হর বাদেও আরেকটা সংখ্যা আসে তবে Shift চেপে আবার
ঐ ab/c বাটনে ক্লিক
করলে ডিসপ্লেতে শুধু লব
ও হর দেখাবে
!!
#প্রথমটি লব এবং পরেরটি
হর !!
কিভাবে power তথা বর্গ বা ঘন বা তরল বসাব 🙂 :
যে
সংখ্যার উপর power বসাবা সেটি press করো এবার
log বাটনের বামে " ^ " চিহ্নযুক্ত বাটনে ক্লিক করো !! যে power বসাতে চাও
তা press করো "=" বাটন চেপে উত্তর পাও
!
উত্তরকে Modify করতে চাই
তথা এত ইন্টু টেন
টু দ্যা পাওয়ার এত
রূপে প্রকাশ করতে চাই :
বিভিন্ন CONSTANT তথা G ,g ,R, ইলেকট্রনের ভর ইত্যাদি কিভাবে বের করব ?
প্রথমে ''CONST" বাটন চেপে ক্যালকুলেটরের সাথে থাক সেফটি স্লাইডের
সঙ্গে লাগানো
স্টিকারে CONSTANT গুলোর SYMBOL অনুযায়ী
নম্বর প্রেস করতে হবে !; পরে "=" চাপলেই CONSTANT এর মানটি
জানতে পারবে
!
তোমাদের সুবিধার্থে SSC এবং
HSC লেভেলে প্রয়োজনীয় কিছু CONSTANT এর অতি
সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিচ্ছি
!
(Number ক্যালকুলেটরের কভার
অনুযায়ী CASIO FX 991MS
/512MS/100MS)
01)mP = প্রটনের ভর
02)mN=নিউট্রনের ভর
03)me= ইলেকট্রনের ভর
06)h = রিডবার্গ ধ্রুবক
27)R = 8.314472
35)g = 9.80665 তথা অভিকর্ষজ
ত্বরন
39)G = সার্বজনীন মহাকর্ষিয় ধ্রুবক
40)atm= অ্যাটমসফিয়ারিক পরিমাপ
উক্ত
বিষয়গুলো অনেক
বেশি ব্যবহারিত
হয় !!
Tags:
Calculator_Hacks