বাংলাদেশ সরকার এখন (২০১৪ থেকে) প্রাক প্রাথমিক যাকে আমরা শিশু শ্রেণি বা প্লে বলে থাকি তার বইও সরকারিভাবে বিতরণ করে থাকে। একটি বইয়ে বাংলা, ইংরেজি এবং গণিতের ধারণাগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে। এতে আছে বইয়ের ভেতরেই লেখার জায়গা, অনুশীলনের জন্য চমৎকার করে সাজানো হয়েছে এই বইটি। এই বইয়ের নাম "আমার বই"। এটি ছাড়াও ছবি আঁকার জন্য, লেখা শেখার বইয়ের সাথে আরও অনেক বই আছে। নিচে বইগুলোর তালিকা, তাদের সূচি এবং ডাউনলোড লিংক দেয়া হলো।
[আমরা প্রত্যেকটি বই সংগ্রহ করেছি সরাসরি NCTB এর ওয়েবসাইট থেকে। চাইলে আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। NCTB এর ওয়েবসাইটের যে পেজে গেলে এই বইগুলো ডাউনলোড করতে পারবেন তার লিংকও নিচে দিয়ে দেয়া হয়েছে।]
১. আমার বই
আমার বই নামক বইতে যেসব বিষয় আছে সেগুলো হলো:
- জতীয় সংগীত
- আমার ছবি
- চারু ও কারু
- ছবি পড়া
- মিল-অমিলের খেলা
- বর্ণমালার পরিচিতি: স্বরবর্ণ
- বর্ণমালার পরিচিতি: ব্যঞ্জনবর্ণ
- পরিবেশ
- প্রযুক্তি স্বাস্থ্য নিরাপত্তা
- প্রাক-গাণিতিক ধারণা
- সংখ্যার ধারণা
২. এসো লিখতে শিখি
এই বইটির বা নোটবইটির পিডিএফও পাওয়া যায়। তবে এটি মূলত পিডিএফ দিয়ে দেয়ার উদ্দেশ্যে তৈরি না। এটি বাচ্চাদের জন্য তৈরি একটি খাতা যেখানে তারা ছবি আঁকবে, লিখবে। তাই এই বইটির PDF আমরা দিচ্ছি না।
৩. ফ্ল্যাশ কার্ড
বাচ্চাদের জন্য খুব সুন্দর ফ্ল্যাশ কার্ড দেয়া হয়। এখানেও মূল উদ্দেশ্য বাচ্চাদের হাতে কার্ডগুলো দেয়া, বাচ্চারা হাতে নিয়ে নাড়াচাড়া করবে। তবুও PDF লিংক দিচ্ছি শুধু দেখে ধারণা নেয়ার জন্য। এই PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৪. ফ্লিপ চার্ট, স্বরবর্ণ চার্ট এবং ব্যঞ্জনচার্ট
- ফ্লিপ চার্টের PDF দেখতে এখানে ক্লিক করুন।
- স্বরবর্ণ চার্টের PDF দেখতে এখানে ক্লিক করুন।
- ব্যঞ্জনচার্টের PDF দেখতে এখানে ক্লিক করুন।
৫. গল্পের বই
প্রাক প্রাথমিকের বাচ্চাদের জন্য ১০টি গল্পের ১০টি বই রয়েছে। এসব গল্পের PDF ডাউনলোড করতে নিচের বইয়ের নামের উপর ক্লিক করুন।
এছাড়াও আপনার শিশুর জন্য পাঠগৃহ নেটওয়ার্কের তৈরি 'ক খ বর্ণমালা । ছোটদের বর্ণমালা শিক্ষা' নামক ই-বুকটিও দিতে পারেন। 'ক খ বর্ণমালা । ছোটদের বর্ণমালা শিক্ষা' বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।