চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটির রচনা এবং সম্পাদনায় আছে ড. মাহবুবা নাসরীন, ড. আব্দুল মালেক, ড. ইশানী চক্রবর্তী এবং ড. সেলিনা আক্তার। এই বইটির বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনের ডাউনলোড লিংকই এই পোস্টে দেয়া হলো।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়, চতুর্থ শ্রেণি
চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইতে মোট ১৬টি বিষয়বস্তুর উপর পাঠ আছে। এই ১৬টি বিষয় হচ্ছে,
- আমাদের পরিবেশ ও সমাজ
- সমাজে পরস্পরের সহযোগিতা
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
- নাগরিক অধিকার
- মূল্যবোধ ও আচরণ
- পরমতসহিঞ্চুতা
- কাজের মর্যাদা
- সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ
- এলাকার উন্নয়ন
- এশিয়া মহাদেশ
- বাংলাদেশ ভূপ্রকৃতি
- দুর্যোগ মোকাবিলা
- বাংলাদেশ জনসংখ্যা
- আমাদের ইতিহাস
- আমাদের মুক্তিযুদ্ধ
- আমাদের সংস্কৃতি।
এর বাইরে নমুনা প্রশ্নের সাথে শব্দভাণ্ডারতো থাকছেই।
Bangladesh and Global Studies, Class Four
চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ইংরেজি ভার্সনের বইতে ১৬টি বিষয় আছে। সেগুলো হলো:
- Our Environment and Society
- Cooperation in Society
- Ethnic Groups of Bangladesh
- The Rights of Citizens
- Values and Behaviour
- Tolerance
- The Dignity of Work
- Social and National Assets
- Developing our Locality
- Geography of Asia
- Geography of Bangladesh
- Disaster Management
- Population of Bangladesh
- Our History
- Our Liberation War
- Our Culture