HSC ICT: চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML Full Note (PDF Download)

এইচএসসি এর আইসিটি সিলেবাসের চতুর্থ অধ্যায় 'ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML' এর উপর এই নোটটিতে অধ্যায়ের প্রায় সকল বিষয়ই অন্তর্ভূক্ত আছে। কী কী থাকছে এই নোটে তা আমরা পরে জানব। আগে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর করে নেয়া যাক।

HSC ICT: চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML Full Note (PDF Download)

ওয়েব পেজ এবং ওয়েবসাইট কাকে বলে?

তথ্য প্রকাশের জন্য ব্যবহৃত যে ফাইলকে Web এ রাখা হয়, তাকেই ওয়েব পেজ বলে। একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।

ওয়েব পেজের উপাদান কয়টি ও কী কী?

ওয়েব পেজের উপাদান ৪ টি। যথা:
  1. Text
  2. Audio
  3. Video
  4. Graphics

ওয়েবসাইট কত প্রকার?

ওয়েবসাইট ২ প্রকার। যথা:
  • Static Website বা স্ট্যাটিক ওয়েবসাইট
  • Dynamic Website বা ডাইনামিক ওয়েবসাইট

স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে?

যে ওয়েবসাইটের কোনো তথ্য ইউজার বা ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে শুধু HTML হলেই হয়। সাথে CSS দিয়ে একে সাজানো যায় ভালোভাবে। স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহারণ হচ্ছে: Ted Talk (https://www.ted.com/talks)।

ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে?

ইউজার অন্তত কিছু তথ্য পরিবর্তনের সুযোগ রাখে যেসকল ওয়েবসাইটে, তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলে। এসকল ওয়েবসাইট তৈরির জন্য JavaScript, PHP, ASP ইত্যাদি ভাষা ব্যবহৃত হয়। ডাইনামিক ওয়েবসাইটের একটি বড় উদাহারণ Facebook। ফেসবুকে আপনি আপনার নিজের তথ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন।

অনুশীলনের জন্য প্রশ্ন

  • "ওয়েবসাইটের মাধ্যমে কম খরচে, কম সময়ে তথ্য প্রকাশ করা যায়"- ব্যাখ্যা কর।
  • Static Website এবং Dynamic Website এর মধ্যে পার্থক্য লিখ।
  • কখন কোন ধরনের ওয়েবসাইট খোলা হয়- ব্যাখ্যা কর।

ওয়েবসাইট সংগঠনের প্রকারভেদ

এই প্রকারভেদকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। 
  1. সিকোয়েন্স সংগঠন
  2. হায়ারার্কি সংগঠন
এদের প্রত্যেককে আবার দুইভাগে ভাগ করা হয়।
  • সিকোয়েন্স সংগঠন দুই প্রকার। ১. Straight Linear এবং ২. Linear Sequence with supporting digression।
  • হায়ারার্কি সংগঠনও দুই প্রকার। স্টার সংগঠন এবং ট্রি সংগঠন।

হোমপেজ কাকে বলে?

কোনো একটি ওয়েবসাইটে URL দিয়ে প্রবেশ করলে শুরুতে যে পেজটি দেখানো হয়, তাকে হোমপেজ বলে।

ওয়েবসাইট প্রকাশের উদ্দেশ্য ব্যাখ্যা কর।

ওয়েবসাইট প্রকাশের অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। 

ক) দ্রুত তথ্য প্রকাশ করার জন্য
খ) কম খরচে তথ্য প্রকাশের জন্য
গ) নিয়মিত পরিবর্তিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশের জন্য
ঘ) ঘরে বসে বিভিন্ন পণ্যের চাহিদা জানার জন্য
বর্তমান সময়ে বেশিরভাগ ওয়েবসাইট ব্যবসায়িক উদ্দেশ্যেও প্রকাশিত হচ্ছে।


স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা ইত্যাদি জানার জন্য পাঠগৃহের সাথেই থাকুন। নোটটিতে এসব বিষয়ও যুক্ত করা হয়েছে।

URL কী?

যেকোনো ওয়েবসাইটকে প্রকাশের জন্য যে ঠিকানা ব্যবহার করা হয়, তাকে URL বা Uniform Resource Locator বলে। এর ৪ টি অংশ থাকে। অংশ ৪টি হলো:
  1. Protocol Name
  2. Domain Name
  3. Folder Name
  4. File Name
যেমন, https://www.abul-tabul-habul.net/tabul-group/pic7.html, এই URL টির http অংশটি প্রটোকল নেম, www.abul-tabul-habul.net অংশটি ডোমেইন (ডোমেইনেরও আবার কয়েকটি অংশ আছে), tabul-group অংশটি ফোল্ডার নেম এবং pic7 ফাইল নেম।

HTML এর ভেতরের বিষয় নিয়ে আলাদাভাবে জানানো হবে। তবে নোটটিতে HTML এর সিলেবাসে অন্তর্ভূক্ত সকল বিষয়ই অন্তর্ভূক্ত করা হয়েছে। HTML এর বিভিন্ন বিষয় সহজে বুঝানোর পাশাপাশি বিভিন্ন কোড করে উদাহারণও দেয়া হয়েছে। সাথে প্রশ্ন ও উত্তরের মতো করে তো থাকছেই।

HSC ICT এর চতুর্থ অধ্যায়: ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML অধ্যায়ের পিডিএফ ডাউনলোড করুন Download PDF এ ক্লিক করে।

আরও দেখুন

Md. Rabiul Mollah

Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

Previous Post Next Post

এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺