Completing Sentences Rules in Bangla (PDF Download)

Completing Sentence এর নিয়মগুলো আমাদের জানতে হবে পরীক্ষায় ভালো ফলাফল করতে। কারণ প্রায় প্রত্যেক ক্লাসেই এই প্রশ্ন থাকে। আজকে আমরা জানব Completing Sentence এর Rules বাংলায়। সাথে থাকবে এর উপর পিডিএফ নোট। তাহলে শুরু করা যাক। মূল নিয়ম শুরু করার আগে পরীক্ষায় এটি উত্তর করার একটি নিয়ম জেনে নেয়া যাক।

Completing Sentences Rules in Bangla (PDF Download)

পরীক্ষায় Completing Sentence কীভাবে উত্তর করব?

পরীক্ষায় আমরা অনেকেই কমপ্লেটিং সেন্টেন্স উত্তর করার সময় শুধু যেই অংশটুকু প্রশ্নে থাকে না, ওই অংশটুকু লিখে থাকি। এটি আসলে উচিত না। কারণ এতে করে Sentence টি কমপ্লিট করা হয় না। বরং ইনকমপ্লিটই থেকে যায়। পরের অংশ থাকে, প্রথম অংশ থাকে না।


পরীক্ষায় এটি উত্তর করার সবথেকে ভালো উপায় হলো, প্রশ্নে দিয়ে দেয়া অংশটুকুসহ উত্তর করা। এবং এক্ষেত্রে যেটুকু আমি নিজে লিখেছি, প্রশ্নে দিয়ে দেয়া নেই, সেটুকুর নিচে আন্ডারলাইন করে দেব। তাহলেই হয়ে যাবে।

এবার আসা যাক নিয়মে। 


Completing Sentences Rules বাংলা

1. so that/in order that + sub + can/could + base form of verb + extension.

উদাহারণ:

  • One should utilize his time in a good way so that one can lead a happy life. (একজনের উচিত তার সময়কে ভালোভাবে কাজে লাগানো, যাতে করে সেই একজন সুখী জীবনযাপন করতে পারে।)
  • You should play FIFA 22 attentively in order that you can be the champion of every tournament. (তোমার উচিত মনোযোগের সাথে ফিফা ২২ খেলা যাতে করে তুমি প্রতিটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারো।)

2. so + something + that + subject + can/could + not + base form of verb + extension.

উদাহারণ: 

  • The mariner's throat was so dry that he could not speak a single word. (নাবিকটির গলা এতোটাই শুকনো ছিলো যে সে একটি কথাও বলতে পারেনি।)
  • The old man is so ill that he can not move. (বৃদ্ধ লোকটি এতোই অসুস্থ যে সে নড়তে পারে না।)

3. to/in order to + base form of the verb + extension

উদাহারণ: 

  • We should learn more to acquire knowledge. (আমাদের আরও শেখা উচিত জ্ঞানার্জনের জন্য।)
  • I read Tafsir of Al Quran to know more about Islam. (আমি ইসলাম সম্পর্কে আরও জানতে কুরআনের তাফসির পড়ি।)

4. too + something + to + a clause with (opposite) meaning

উদাহারণ: 

  • He is too bad to score a goal. (সে এতই খারাপ যে, গোল করতে পারে/পারবে না।)
  • Messi is too good to miss a goal. (মেসি এতই ভালো যে, সে গোল মিস করতে পারে না।)

5. It is time/high time + subject + past form of verb + extension

উদাহারণ: 

  • It is high time we gave up bad habits.
  • It is high time BCB realized their mistake.

6. Lest (পাছে ভয় হয়) + subject + should (for present tense)/might (for past tense) + base form of verb + extension

উদাহারণ: 

  • He took the keyboard lest he might lose it. (সে কীবোর্ডটি সাথে নিয়ে যায় এই ভয়ে যে, যদি সেটা হারিয়ে ফেলে।)
  • Read attentively lest you should fail the exam.

7. It is time/high time + to + base form of the verb + extension

উদাহারণ: 

    • It's time to work hard. (এটাই সময় কঠোর পরিশ্রমের।)
    • It is high time to help the poor.

    8. provided/provided that/providing that + subject + present form of the verb with s or es if needed + extension

    উদাহারণ: 

    • You will know English well provided you get a good teacher like Yeasin Rasel and work hard.
    • I will lend you the book proving that you return it to me in the next two weeks. (আমি তোমাকে বইটি ধার দেব এই শর্তে যে, তুমি এটি আগামী দুই সপ্তাহের মধ্যে ফিরিয়ে দেবে।)

    9. I wish + subject + were + past form of the verb + extension

    উদাহারণ: 

    • I wish Bangladesh were the champion of the 2023 Cricket World Cup.
    • I wish Messi and Ronaldo were played in the same team for at least one season.

    10. Would that + subject + were + past form of the verb + extension

    উদাহারণ: 

    • Would that I were a king.
    • Would that I were the gloves of your hand.

    11. had better + base form of the verb + extension

    উদাহারণ: 

    • You had better leave the room. (তোমার রুমটি ত্যাগ করাই বরং ভালো হয়।)
    • He had better stay at home.

    12. till/until + subject + present form of the verb with s or es if needed + extension

    উদাহারণ: 

    • Try your best until you succeed.
    • Stay at home till the rain stops.
    উপরে Completing Sentence এর ১২টি নিয়ম দেয়া হয়েছে। সাথে দুটি করে উদাহারণ এবং অনেক উদাহারণের অর্থও দেয়া হয়েছে। অর্থের ক্ষেত্রে মূল অর্থের থেকে ভাবগত অর্থ বা যেভাবে অর্থ দিলে শিক্ষার্থীরা সহজে বুঝবে সেভাবে অর্থ দেয়ার দিকেই বেশি মনোযোগ দেয়া হয়েছে। 

    এই নিয়মগুলো আমরা সংগ্রহ করেছি ইয়াসিন রাসেল স্যারের থেকে। তবে পুরোপুরি তার মতো করে এবং তার দেয়া সব নিয়ম এখানে দেয়া হয়নি। ইয়াসিন রাসেল স্যারের আরও কিছু নোটের জন্য দেখতে পারেন
    1. CV Writing Format by Yeasin Rasel
    2. Common 50+ Rearranging by Yeasin Rasel
    এছাড়া টেন মিনিট স্কুল থেকে প্রকাশিত মুনজেরিন শহীদের লেখা বই "ঘরে বসে Spoken English"- এর অফিসিয়াল পিডিএফ পেতে পারেন এখান থেকে এবং ৪৫০০ টাকার "ঘরে বসে Spoken English" কোর্সটি মাত্র ৪৫০ টাকায় করতে এখানে ক্লিক করুন

    ইংরেজিসহ আরও অনেক কিছুরই নোট আমাদের এই ওয়েবসাইটে দেয়া আছে। আপনি চাইলে পাশের লেবেল বা উপরের মেন্যু থেকে ঘুরে দেখতে পারেন।


    আরও দেখুন:
              Md. Rabiul Mollah

              Okay! So here I'm Md. Rabiul Mollah from Pathgriho Network. I'm currently a student of B.Sc in Textile Engineering Management at Bangladesh University of Textiles. facebook instagram github twitter linkedin

              Previous Post Next Post

              এই লেখাটি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে শেয়ার করুন 😇 হয়তো এমনও হতে পারে আপনার শেয়ার করা এই লেখাটির মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে! এবং কারো উপকার করার থেকে ভাল আর কি হতে পারে?🥺